দুর্গাপুজো আসতে আর মেরেকেটে দুটো মাস। এদিকে এই দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ার ঘুরছে একাধিক ভুয়ো খবর। আর তা নিয়ে এবার একটি বিবৃতি প্রকাশ করা হল লালবাজারের তরফ থেকে।
এক্স হ্যান্ডেলে বুধবার জনসাধারণের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, দুর্গাপুজোর নির্বিঘ্নে পালন করতে কলকাতা পুলিশ সদা তৎপর। পুজোকে কেন্দ্র করে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।যদিও, ভিড় নিয়ন্ত্রণ এবং রাস্তা সচল রাখার ক্ষেত্রে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এরই পাশাপাশি কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে এও জানানো হয়, ‘জনগণের উদ্দেশ্যে আমাদের বার্তা, শুধুমাত্র অফিশিয়াল চ্যানেলের উপর বিশ্বাস রাখুন। ভুয়ো এবং ভিত্তিহীন খবর শেয়ার করবেন না। আপনাদের সহযোগিতাই উৎসবকে সুরক্ষিত এবং আনন্দে পরিপূর্ণ করে তুলতে পারে।’