নবববর্ষে প্রচারে অভিনবত্ব লালবাজারের

পথে নেমে হোক বা সোশাল মিডিয়ায় প্রচারের অভিনবত্বে সবসময়ই নজর কাড়ে কলকাতা পুলিশ। ফেসবুক পোস্টেও চোখে পড়ে নানা অভিনবত্ব। তারই সঙ্গে সাযুজ্য রেখে এবার ২০২৪ সালের শেষদিনে পথ সুরক্ষার প্রচারেও সামনে এল এক অভিনব পোস্ট। যা নজরে এসেছে কলকাতা পুলিশের সোশাল মিডিয়ার পাতায়। হঠাৎ দেখে মনে হতেই পারে এ ঠিক যেন এক‘পার্টি’র আমন্ত্রণ। একটু পড়েই হোঁচট খেতেই হবে। কারণ, এই আমন্ত্রণ পত্রে আদতে দেওয়া হয়েছে এক সতর্ক বার্তা। এই বার্তার মর্ম এই যে, বর্ষবিদায়ের লগ্নে যতই পার্টি করুন, ন্যূনতম বিধিনিষেধ মানতেই হবে। নইলে হতে হবে পুলিশের ‘অতিথি’, যা মোটেই কাম্য় নয় করও কাছেই।

সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নামে পথ নিরাপত্তায় পুলিশের যে কর্মসূচি চলে সারাবছর ধরে, তারই আওতায় এবারের বর্ষশেষের সুরক্ষার বিষয়টিকে রাখা হয়েছে। ফেসবুক পোস্টে একটি কার্ড তুলে ধরা হয়েছে। যা হঠাৎ দেখলে পার্টির আমন্ত্রণপত্র ছাড়া আর কিছু বলে মনে হচ্ছে না। তবে একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায়, আমন্ত্রণপত্রের আড়ালে আসলে জনগণকে সাবধান করা হয়েছে। কলকাতা পুলিশের সেই ‘পার্টি’তে আমন্ত্রণ জানানো হচ্ছে নিয়ম লঙ্ঘন করে পুলিশের হাতে ধরা পড়তে হবে। পোস্টে স্পষ্ট উল্লেখ – কলকাতার রাস্তায় রাস্তায় টহল দেবে ট্রাফিক পুলিশ। বেপরোয়া গতিতে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে যাওয়া, হেলমেট ছাড়া বাইক চালানোর মতো নিয়ম ভাঙার কাজ করলেই গ্রেপ্তারি আসন্ন। অর্থাৎ, এই পার্টিতে আসলে কারও না আসাই ভালো তাও বুঝিয়ে দেওয়া হয়েছে আমন্ত্রণের শেষ ছত্রে।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, প্রতি বছর বর্ষশেষ ও বর্ষবরণের এই সময়ে কলকাতার ভিড়ের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা ব্য়বস্থা থাকে কলকাতা পুলিশের তরফে। এবারও তার ব্যতিক্রম হলো না। রাতের শহরে বাড়তি বাহিনী, ফ্লাইং স্কোয়াড, ওয়াচ টাওয়ার থাকবে। মোড়ে মোড়ে থাকবে টহলরত অতিরিক্ত ট্রাফিক পুলিশও। কলকাতা পুলিশ সূত্রে খবর, রাতভর প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ টহল দেবেন শহরের বিভিন্ন প্রান্তে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর লালবাজার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =