এবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে মুখ খুললেন গুলশান কলোনির অন্যতম জমি কারবারি মহম্মদ জুলকারনাইন আলি। তাঁর অভিযোগ, তিনি নাকি সুশান্ত ঘোষের আতঙ্কে বাড়ি আসতে পারছেন না।আতঙ্কে ভুগছেন তাঁর পরিজনরাও।
প্রসঙ্গত, গত শুক্রবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর চেষ্টা হয়। সেই ঘটনার পর থেকেই জমি বিবাদের প্রসঙ্গ ওঠে। অভিযোগ ওঠে জমি বিবাদের জেরেই খুনের চেষ্টা করা হতে পারে তৃণমূল কাউন্সিলরকে। এবার সেই আক্রান্ত কাউন্সিলরের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন জুলকারনাইন। তিনি জানান, ‘এলাকায় একের পর এক জলাশয় ভরাট করা হয়েছে। সুশান্ত ঘোষের অনুগামী হায়দার আলি ভরাট করেছে সব।’ সঙ্গে এও জানিয়েছেন, দলকে জানাতে পারছেন না আতঙ্কে। ঘর ছাড়া হওয়ার ভয়ে। এই ঘটনায় তার নাম জড়িয়ে দিয়ে ফাঁসাতে চাইছে সুশান্ত ঘোষ। শুধু জমি বিবাদ নয়, সুশান্ত ঘোষের অনেক শত্রু বিভিন্ন কারণে।
পাশাপাশি জমি কারবারি জুলকারনাইনের দাবি, গুলিকাণ্ডে অভিযুক্ত গুলজারকে তিনি চিনতেন। কিন্তু এই কাজের সঙ্গে তার কোনও যোগসূত্র নেই। কসবাকাণ্ডে গুলজারই দায়ী। এদিকে সুশান্ত ঘোষের বক্তব্য, খুনের চেষ্টা ঘটনাকে জমি বিবাদের ঘটনা দেখিয়ে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সঙ্গে এও জানিয়েছিলেন, ‘আমার দলের ভেতরে কেউ আছে কি না সেটা আমি বলতে পারব না। তবে কোনও কিছুকেই অস্বীকার করতে পারবো না। জলা ভরাট নিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমি এই ওয়ার্ডে কাউন্সিলর হয়ে এসেছি মাত্র আড়াই বছর। যদি গুলশান কলনিতে কোন জলাশয় ভরাট হয়ে থাকে, আর তাতে যদি হায়দারের সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলে, তাহলে তার দায় হায়দারের। আমার নয়।’