জনপ্রিয়তায় ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলল ‘লাপাতা লেডিজ’

দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ছবি ‘অ্যানিম্যাল’ নিয়ে  নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল মুক্তির পর থেকেই। তবে এই সব সমালোচনাকে একেবারে হেলায় উড়িয়ে বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। ২০২৩-এর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’। মুক্তির পরেই রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা, ববি দেওল ও অনিল কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে বিপুল সাফল্য পায়। প্রায় ৯০০ কোটি টাকা বক্স অফিসে আয় করে এই ছবি। প্রেক্ষাগৃহে ব্যাপক সাফল্যের পর চলতি বছরের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’। সেখানেও ব্যাপক সাড়া ফেলে।

তবে রণবীর অভিনীত জনপ্রিয় এই ছবিকেই হারিয়ে দিল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, অডিয়েন্স ভিউর নিরিখে মাত্র এক মাসেই ‘অ্যানিম্যাল’-কে ছাপিয়ে গেল ‘লাপাতা লেডিজ’। সামগ্রিক বিচারে বক্স অফিসের আয় অনুযায়ী, ‘অ্যানিম্যাল’-এর থেকে ‘লাপাতা লেডিজ’-এর আয় অনেক কম। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রানটা ও নীতাংশি গোয়েল অভিনীত ছবির আয় তেইশ কোটি টাকার একটু বেশি। কিন্তু স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে সেই গল্প অনেকটা আলাদা। রিপোর্ট অনুযায়ী, প্রথম মাসে ‘অ্যানিম্যাল’-এর ভিউ ছিল ১৩.৬ মিলিয়ন। আর সেখানে ‘লাপাতা লেডিজ’ দেখেছেন ১৩.৮ মিলিয়ন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =