প্রয়াত সীতারাম ইয়েচুরি। তাঁর প্রয়াণে বাম-ডান নির্বিশেষে রাজনৈতিক নেতৃত্বরা শোকবার্তা প্রকাশ করেছেন নিজস্ব এক্স হ্যান্ডেলে। এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সীতারাম ইয়েচুরির মৃত্যুসংবাদ পেয়ে খুবই খারাপ লাগছে। জাতীয় রাজনীতিতে ওনার মতো বরিষ্ঠ সংসদ সদস্যের চলে যাওয়া বড় ক্ষতি। ওনার পরিবার, বন্ধু, সতীর্থদের প্রতি আমার সমবেদনা রইল।’
অন্যদিকে রাহুল গান্ধি লেখেন, ‘সীতারাম ইয়েচুরি একজন বন্ধু ছিলেন। তিনি ভারতের চেতনার রক্ষক, দেশ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। আমাদের মধ্যে যে দীর্ঘ আলোচনা হত, তা খুবই মিস করব।’ প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির পরিবার, পরিজন, বন্ধুদের সমবেদনা জানান তিনি।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের রাজনৈতিক আদর্শগত তফাত থাকলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করি, বিরোধীদের মিটিং চলাকালীন একাধিকবার ওনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি।’ ইয়েচুরির প্রজ্ঞা, সংসদীয় নীতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথাও অভিষেককে তুলে আনেন স্মৃতিচারণে।