সব থানাকে রাফ-রেজিস্টার আপডেট করার নির্দেশ লালবাজারের

কসবা-কাণ্ডের পর জোড়াবাগানে কুপিয়ে খুনের চেষ্টার পর নড়েচড়ে বসল লালবাজার। এবার কলকাতার প্রত্যেকটি থানার ‘রাফ রেজিস্টার’আপডেট করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। এখানে বলে রাখা শ্রেয়, কোন কোন এলাকায় কতজন দাগি গুণ্ডা বা দুষ্কৃতী রয়েছে, তাদের সবার নাম যাতে ‘রাফ রেজিস্টার’-এ নথিভুক্ত করা থাকে, সেরকমই নির্দেশ দিয়েছেন লালবাজারের পুলিশকর্তারা।

একইসঙ্গে লালবাজারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ, কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনার পর থেকে প্রত্যেক থানাকে আরও সতর্ক হতে বলা হয়েছে। তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধারের ব‌্যাপারে আরও গুরুত্ব দিচ্ছে লালবাজার। এর মধ্যেই রবিবার উত্তর কলকাতার জোড়াবাগানে এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টা হয়। এই ঘটনায় গ্রেপ্তারও হয় তিনজন। কলকাতার প্রত্যেক থানায় থাকে ‘রাফ রেজিস্টার’। এই খাতায় নথিভুক্ত করা থাকে সংশ্লিষ্ট এলাকার দুষ্কৃতীদের নাম ও অন‌্যান‌্য বিবরণ। কী মামলায়, কবে সে গ্রেপ্তার হয়েছিল, তা-ও নথিভুক্ত করা থাকে।

সম্প্রতি লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন, ওই ‘রাফ রেজিস্টার’ আপডেট করেনি বহু থানা। এর মধ্যে বহু এলাকায় নতুন দুষ্কৃতীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের নাম নেই ওই তালিকায়। সেই কারণে প্রত্যেকটি থানাকে এবার লালবাজারের নির্দেশ, চলতি মাসেই ‘রাফ রেজিস্টার’ আপডেট করতে হবে। কোন থানা এলাকায় কতজন দাগী দুষ্কৃতী রয়েছে, তাদের নামের তালিকা নতুন করে তৈরি করতে হবে। ওই তালিকা অনুযায়ী দুষ্কৃতীদের কার্যকলাপের উপর নজরদারি করতে হবে। প্রয়োজনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তারও করতে হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফ থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 2 =