শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (ভি) কলকাতায় ৫জি পরিষেবা চালু করছে। কয়েকদিন আগে শিলিগুড়িতে ভী ৫জি পরিষেবা চালুর পর, এবার কলকাতা পশ্চিমবঙ্গের দ্বিতীয় শহর হিসেবে ভি–এর এই অত্যাধুনিক কানেক্টিভিটি উপভোগ করতে চলেছে। দেশব্যাপী একাধিক শহরে ৫জি সম্প্রসারণের অংশ হিসেবে, ভি যে ১৭টি প্রধান সার্কেলে ৫জি স্পেকট্রাম অর্জন করেছে, সেখানে পরিষেবা বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছে।
৫জি সম্প্রসারণের অংশ হিসেবে ভি ইতিমধ্যে মুম্বই, দিল্লি–এনসিআর, বেঙ্গালুরু, মাইসুরু, নাগপুর, নাসিক, পুনে, চণ্ডীগড়, পাটনা, জয়পুর, সোনিপত, আহমেদাবাদ, রাজকোট, সুরাত, ভাদোদরা, ছত্রপতি শম্ভাজীনগর, মীরাট, মালাপ্পুরম, কোঝিকোড়, বিশাখাপত্তনম, তিরুমালা, মাদুরাই, আগ্রা, কোচি, তিরুবনন্তপুরম, ইন্দোর এবং শিলিগুড়িতে ৫জি পরিষেবা চালু করেছে।
কলকাতার ভি গ্রাহকেরা, যাদের ৫জি–সক্ষম ডিভাইস রয়েছে, তারা এখন থেকে ভি ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রাথমিক অফার হিসেবে ভি গ্রাহকদের জন্য ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা দিচ্ছে। এর ফলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই–ডেফিনিশন স্ট্রিমিং, গেমিং, ভিডিও কনফারেন্সিং, দ্রুত ডাউনলোড এবং রিয়েল–টাইম ক্লাউড অ্যাক্সেস।
৫জি বাজারে নিয়ে আসার প্রসঙ্গে ভোডাফোন আইডিয়া-র বিজনেস হেড, কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল সার্কেল শোভন মুখোপাধ্যায় জানান, “কলকাতায় ভি ৫জি পরিষেবা চালু করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। সিটি অফ জয়–এ আমরা নিয়ে আসছি ভবিষ্যতের সংযোগব্যবস্থা। আমাদের অত্যাধুনিক ৫জি পরিষেবার সঙ্গে শক্তিশালী ৪জি মিলিয়ে, আমরা ব্যবহারকারীদের জন্য আরও বেশি বিকল্প এবং উন্নত অভিজ্ঞতা দিতে চাই। পশ্চিমবঙ্গ জুড়ে বাড়তে থাকা চাহিদা এবং ৫জি হ্যান্ডসেট ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের ৫জি নেটওয়ার্ক বিস্তার করতে প্রতিশ্রুতিবদ্ধ।” সঙ্গে তিনি এও জানান, কলকাতায় উন্নত ৫জি পরিষেবা প্রদান করতে, ভি নোকিয়ার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক ও শক্তি–সাশ্রয়ী পরিকাঠামো স্থাপন করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর সেলফ–অর্গানাইজিং নেটওয়ার্ক (SON) চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের কার্যক্ষমতা উন্নত করে তোলে।
৫জি রোলআউটের পাশাপাশি, ভি কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল সার্কেলে তাদের ৪জি নেটওয়ার্ককেও উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। এর ফলে গ্রাহকরা আরও উন্নত কভারেজ, দ্রুততর ডেটা স্পিড এবং সামগ্রিকভাবে উন্নত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। ইনডোর কভারেজ মজবুত করতে, শুধুমাত্র কলকাতাতেই ২৪০০–র বেশি এবং রেস্ট অফ বেঙ্গল সার্কেলে ৫৪০০–র বেশি সাইটে ৯০০ মেগাহার্টজ স্পেকট্রাম মোতায়েন করেছে ভী। পাশাপাশি, কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল জুড়ে ৮৫০–রও বেশি নতুন সাইট স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে শুরু হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত চলা এই আপগ্রেডে কলকাতায় নেটওয়ার্ক ক্ষমতা বেড়েছে ১৬% এবং রেস্ট অফ বেঙ্গলে ১৫%। শহর ও গ্রামের প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন এবং উচ্চমানের কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভি–এরঅঙ্গীকারকে আরও একবার দৃঢ় করল এই উদ্যোগ।
ভি ভবিষ্যতের চাহিদা অনুযায়ী ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা গ্রাহক এবং ব্যবসার ক্রমবর্ধমান প্রয়োজন মেটাতে সক্ষম। উপলব্ধতা, মূল্য এবং ডিভাইস সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করুন: https://www.myvi.in/5g-network