প্রকাশিত হল বামদের চতুর্থ দফার প্রার্থী তালিকা। এর আগে ২১ জনের নাম ঘোষণা করা হয়েছিল। শুক্রবার আরও দুজনের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাংবাদিক বৈঠক করে ঝাড়গ্রাম ও আরামবাগের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ২০২৪ এর লোকসভা ভোটে আরামবাগ থেকে তৃণমূল ও বিজেপিকে টক্কর দিতে বামেদের ‘তুরুপের তাস’ বিপ্লব কুমার মৈত্র। অপরদিকে, ঝাড়গ্রাম থেকে লড়াই করবেন সোনামণি মুর্মু (টুডু)।
এদিকে এইবার আরামবাগ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালী বাগ। গতবারও এই কেন্দ্র থেকে লড়েছিলেন অপরূপা পোদ্দার। যদিও এইবার তিনি টিকিট পাননি। অপরদিকে, ঝাড়গ্রাম থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে কালীপদ সোরেনকে। তবে প্রার্থী তালিকার ট্রেন্ড বোঝাচ্ছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মুলত তরুণ মুখদের উপরই ভরসা রেখেছেন বাম নেতৃত্ব। যেমন, যাদবপুরে বামেদের টিকিটে লড়ছেন এসএফআই-র প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। অপরদিকে, শ্রীরামপুরে লড়ছেন দীপ্সিতা ধর।