একের পর এক হিংসার ঘটনা। সঙ্গে ভোট লুঠ। এর থেকে বাঁচতে শুভেন্দুর দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে নিদান, ‘পরিত্রাণ পেতে দুটি-ই সমাধান, সবাই মিলে কালীঘাট চলো। ইট ছাড়িয়ে নেব। প্রয়োজনে গুলি চললে চলুক। ১০ জন মরবে। আমিই থাকব সামনের সারিতে । দশ কোটি লোক তো বেঁচে যাবে। আর দ্বিতীয় সমাধান ৩৫৬। রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকার নিচ্ছেন না কেন পদক্ষেপ, জানি না। অবিলম্বে ৩৫৬ জারি করা উচিত। অন্তত এই সময় ৩৫৫ জারি করে নির্বাচন করা উচিত । আমি আমার কথা বলব, দিল্লির কে কি মনে করল আমার কিছু যায় আসে না। আমি ব্যক্তিগত উন্নতির জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিইনি। আমি একটা কারণে এখানে এসেছি। বাংলাকে পরিত্রাণ দেওয়াই আমার উদ্দেশ্য।’