উইক এন্ডে ঘুরে আসা যাক বকখালি

কলকাতার সব থেকে কাছের সমুদ্রসৈকত বকখালি।  দিঘার পরই বাঙালির দ্বিতীয় জনপ্রিয় সৈকত।  বকখালির সাদা বালিতে ঘুরে বেড়ানো এক দারুণ অভিজ্ঞতা। তবে সমুদ্রে স্নানের ক্ষেত্রে সাবধান থাকবেন। এর পাশাপাশি কোস্টাল ট্রেক করে চলে যান পশ্চিম দিকে ফ্রেজারগঞ্জ সৈকত বা আরও এগিয়ে বালিয়াড়া সৈকতে। বালিয়াড়া থেকে উপভোগ করতে পারেন সূর্যাস্তও। বালিয়াড়াই এ রাজ্যে একমাত্র সৈকত যেখান থেকে সূর্যাস্তও দেখা যেতে পারে।

 

কী ভাবে যাবেন

এসপ্ল্যানেড থেকে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণের বাস চলে  বকখালি পর্যন্ত। তবে নামখানা থেকে দশ-পনেরো মিনিট অন্তর অন্তর বাস যাচ্ছে বকখালি। শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে নামখানা পৌঁছোন। সেখান থেকে ভ্যান বা টোটোয় চলুন নামখানার জেটি ঘাটে। নৌকায় হাতানিয়া-দোয়ানিয়া পেরিয়ে পৌঁছে যান ও পারের বাসস্ট্যান্ডে।

 

কোথায় থাকবেন

বকখালিতে থাকার জন্য বেশ কিছু হোটেল থাকলেও সবচেয়ে ভালো পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের  বকখালি টুরিস্ট লজ। অনলাইনেও বুক করতে পারেন। বেসরকারি হোটেলের সন্ধান পাবেন নানা ধরনের  ওয়েবসাইট থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =