ফের শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেন বাতিল

ফের শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেন বাতিল থাকছে। দমদম জংশন স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলায় আজ ও আগামীকাল একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আজ রাত ১২টা ১০ মিনিট থেকে আগামীকাল সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন বাতিল থাকবে বলে রেল সূত্রে খবর। ট্রেন বাতিলের জেরে ফের দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রীরা। 

কোন কোন ট্রেন বাতিল
শনিবার কোন ট্রেন বাতিল থাকছে

* শিয়ালদাডানকুনি ( Up 32249/Dn 32252)

রবিবার যেসব ট্রেন বাতিল থাকছে

* শিয়ালদাহাবড়া রুটে Up 33651, 33653/Dn 33652, 33654
* শিয়ালদাদত্তপুকুর রুটে Dn 33612
* শিয়ালদাবনগাঁ রুটে Up 33811, 33817/Dn  33824, 33826
* শিয়ালদাবারাসত রুটে Up 33431/Dn 33432
*শিয়ালদাডানকুনি রুটে  Up 32211, 32213, 32215, 32217, 32219/ Dn 32212, 32214, 32216, 32218, 32220
* শিয়ালদাকল্যাণী সীমান্ত রুটে Dn 31312
* শিয়ালদানৈহাটি রুটে Up 31411, 31415/ Dn 31412, 31414, 31422
* বজবজশিয়ালদা রুটে Up 34117

* নৈহাটিকল্যাণী সীমান্ত রুটে Up 31191

অন্য দিকে, কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘোরানো হয়েছে।
*13148
বামনহাটশিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস ব্যান্ডেল জংশন দিয়ে ঘুরপথে যাবে। 

* 12344 হলদিবাড়িশিয়ালদা দার্জিলিং মেল ও  12378 নিউ আলিপুরদুয়ারশিয়ালদা পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল জংশন দিয়ে ঘোরানো হবে। 

এছাড়াও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেও ট্রেন বাতিল করা হয়েছিল শিয়ালদা ডিভিশনে। কয়েক দিনের ব্যবধানে আবারও কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =