আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে সংসদের লোকসভার অধিবেশন। শেষ হবে ৩ জুলাই। ৯ দিনের এই বিশেষ অধিবেশনে ২৬ জুন স্পিকারের নির্বাচন হবে। আর এখানেই সংসদের অন্দরে এক কঠিন লড়াইয়ের মুখে পড়তে চলেছে বিজেপি। সূত্রের খবর, বিরোধীরাও এবার স্পিকার পদের দাবি করতে পারে। অন্যদিকে আবার লোকসভা নির্বাচনে এনডিএ জোট জেতার পরই এই স্পিকার পদ নিয়ে জোটসঙ্গীরা চাপ সৃষ্টি করছে বিজেপির উপরে এমনটাই শোনা যাচ্ছিল। চন্দ্রবাবুর টিডিপি লোকসভার স্পিকার পদ দাবি করেছে। বিজেপি এই পদ ছাড়বে কি না, তা জানা না গেলেও, এখন শোনা যাচ্ছে, বিরোধীদেরও নজর রয়েছে ওই পদের উপরে। সূত্রের খবর, বিরোধী শিবির অধিবেশন শুরুর আগেই লোকসভার ডেপুটি স্পিকারের পদ দাবি করবে। যদি তাদের সেই পদ দেওয়া না হয়, তবে তারা স্পিকার পদের জন্য নিজেদের প্রার্থী দেবে। প্রসঙ্গত, স্পিকার পদটিকে শাসক দলের শক্তির প্রতীক হিসাবেই গণ্য করা হয়। যেহেতু স্পিকারের হাতেই লোকসভা পরিচালনার ক্ষমতা থাকে, তাই এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, স্পিকারের অবর্তমানে দায়িত্ব থাকে ডেপুটি স্পিকারের। তবে ডেপুটি স্পিকার কিন্তু স্পিকারের অধীনে কাজ করেন না।