নিম্নচাপের চোখ রাঙানি। সোমবার ফের একটি নিম্নচাপের জন্ম হতে চলেছে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রবাহের জেরেই তৈরি হয়েছে আবহাওয়ার এই পরিস্থিতি। ফলস্বরূপ রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সোমবার বাড়বে সেই বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে উপকূল ও সংলগ্ন জেলায় একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। এই সব জায়গায় হবে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। আর সেই কারণে ওই সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সিস্টেমের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এর পাশাপাশি উত্তরবঙ্গেও সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এও জানানো হয়েছে, কলকাতায় সোমবার দিনভর মেঘলা আকাশ। একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ–সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।নিম্নচাপের কারণেই এই বৃষ্টির পরিমাণ বাড়বে।এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে।কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।