নিম্নচাপের চোখ রাঙানি। সোমবার ফের একটি নিম্নচাপের জন্ম হতে চলেছে দক্ষিণবঙ্গে, এমনটা সোমবার সকালেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়ার আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ–পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রবাহের জেরেই তৈরি হয়েছে আবহাওয়ার এই পরিস্থিতি। ফলস্বরূপ রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সোমবার থেকেই বাড়ল সেই বৃষ্টির পরিমাণ। একইসঙ্গে এও জানানো হয়েছে, এই সিস্টেমের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবাহওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে সোমবার দিনভর ভিজছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রাত থেকে মেঘলা আকাশ, আর সকাল থেকেই টিপটিপ বৃষ্টি যেন থামছেই না।
কলকাতায় সোমবার দিনভর ছিল মেঘলা আকাশ। একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ–সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণেই এই বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে।কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।