উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অবস্থান।উত্তর বঙ্গোপসাগরের ভারত ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল শনিবার। এই নিম্নচাপটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে ধীরে ধীরে এগোবে।আগামী দু‘দিনে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডে পৌঁছবে। উত্তর ওড়িশা ও সংলগ্ন ঝাড়খন্ড এলাকায় এর অভিমুখ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল থাকার সতর্কতা দিয়ে রবিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ওই এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
এই দিনেই রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি সোমবার থেকে বুধবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হুগলিতে ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলাতেও নতুন করে দুর্যোগের কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, দুই বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা।
একইসঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাসের কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে এই প্রবল বৃষ্টির কারণে প্রশাসনের জন্যও জারি করা হয়েছে সতর্কবার্তা। কারণ, সপ্তাহজুড়ে সম্ভাব্য বৃষ্টির জেরে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে বলেছে হাওয়া অফিস। কারণ, অতি ভারী বৃষ্টি হবে পাঁচ জেলাতে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা।
এদিকে আজ রবিবার থেকে সোমবার সকালের মধ্যে পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতার কথাও শুনিয়েছে আলিপুর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা।কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে।