মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ‌
অ্যাডমিট কার্ডে যদি কোনও ত্রুটি থাকে তা ৬ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে।

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা শুরু ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

চলতি বছর মাধ্যমিকে শিক্ষক শিক্ষিকাদের জন্য রযেছে বিশেষ গাইডলাইন। এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্য়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। এছাড়াও কেবলমাত্র পরীক্ষা হলই নয, নজর রাখার নির্দেশ দেওযা হয়েছে শৌচাগারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =