মে মাসের প্রথমেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ মে ৯০ দিনের সেই সময়সীমা শেষ হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার ৯০ দিনের মাথাতেই প্রকাশ করতে হয় মাধ্যমিকের ফলাফল৷ তবে এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, সোমবার জানান, মাধ্যমিকের ফলাফল তার আগে বেরোবে নাকি সেটা জানিয়ে দেওয়া হবে শীঘ্রই। তবে  একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, ‘মাধ্যমিকের রেজাল্টের প্রস্তুতি পর্ব শেষ। সামগ্রিক পরিস্থিতি বিচার করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কবে ফল প্রকাশ হবে। ভোটের জন্য রেজাল্ট বেরতে কোনও আইনত সমস্যা আছে বলে আমাদের জানা নেই।’ তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি৷ পর্ষদ সভাপতির এই বক্তব্য থেকে ধারনা করা হচ্ছে, ১২ মে এর আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে। অর্থাৎ, খুব সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা। এদিকে মাধ্যমিক পর্ষদ সূত্রে খবর,পর্ষদের কাজ চূড়ান্ত পর্যায়ে।

এদিকে পর্ষদ সূত্রে্ও খবর, কিছুদিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে। পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২৪-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের সামান্য বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =