স্কুল পরীক্ষার প্রশ্ন নিয়ে এবার কড়া পদক্ষেপ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষায় আর কোনও বিতর্কিত ইস্যুতে প্রশ্ন করা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সঙ্গে এও জানানো হল, এমন কোনও প্রশ্নে করা যাবে না যাতে পর্ষদ ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। আর সেই কারণেই স্কুলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকতে হবে বলে নির্দেশ গেল রাজ্য জুড়ে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলে।
সম্প্রতি টেস্ট পরীক্ষায় এক স্কুলের তরফে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে প্রশ্ন করায় বিতর্ক হয়। এই প্রথম নয় বাবরবার স্কুলের বার্ষিক পরীক্ষায় বইয়ের বাইরে থেকে প্রশ্ন এসেছে বলেও অভিভাবকেরা অভিযোগ জানিয়াছেন। বহু স্কুলে এই কারণে ভাঙচুরও করা হয়েছে। তার জেরেই এবার পর্ষদ স্কুলগুলোকে প্রশ্ন করা নিয়ে সতর্ক করে এই নির্দেশ বলে মনে করছে শিক্ষামহল।