মণিপুর ইস্যুতে এবার রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার থেকে এক মাস ব্যাপী আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হল তৃণমূলের তরফ থেকে।মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন চালানো হবে বলে জানিয়েছেন, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
গত তিন মাস ধরে অশান্ত মণিপুর। একাধিক হিংসার ঘটনা ঘটছে৷ শুধু তাই নয়, মণিপুরে নারী নির্যাতনের যে বর্ব্বর কাণ্ড ঘটেছে তা নিয়ে সরব গোটা দেশ। বিজেপি বিরোধী জোটের প্রতিনিধিরা সংসদ ভবনের ভিতরে-বাইরে সরব হতে শুরু করেছেন।‘ইন্ডিয়া’ জোটের দাবি মণিপুর নিয়ে লোকসভা ও রাজ্যসভায় আলোচনা করতে হবে। সংসদের মধ্যে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা। এমনই এক রাজনৈতিক আবহে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘বুধবার এই কর্মসূচি শুরু হবে দক্ষিণ কলকাতা থেকে। এছাড়া সমস্ত সাংগঠনিক জেলায় তাদের এই কর্মসূচি চলবে।’