মহুয়া মৈত্রকেও তলব ইডির

মহুয়া মৈত্রকেও তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে তলব করা হয়েছে বহিষ্কৃত সাংসদকে। ইডি সূত্রে খবর, আগামী ১৯ ফেব্রুয়ারি ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এদিকে বর্তমানে সিবিআই তদন্তের আওতায় রয়েছেন মহুয়া মৈত্র।

প্রসঙ্গত, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে উপহারের বিনিময়ে লোকসভার আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ এনেছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে মহুয়া আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করেছেন। প্রশ্নের বিনিময়ে উপহার নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংসদের এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতেই সাংসদ পদ হারাতে হয় মহুয়াকে৷ ইতিমধ্যেই এই ঘটনায় মহুয়া সিবিআই-এর পাঠানো প্রশ্নের জবাব পাঠিয়েছেন৷ সেই প্রশ্নের উত্তর খতিয়ে দেখে লোকপালের কাছে রিপোর্ট পাঠাবে সিবিআই৷ লোকপালের সুপারিশেই মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই৷

তবে সাংসদ পদ খারিজের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ করেছেন মহুয়াও৷ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তিনি৷ মহুয়ার পাশে রয়েছে তাঁর দল তৃণমূল কংগ্রেসও৷ এদিকে আবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, আগামী নির্বাচনে কৃষ্ণনগর থেকেই মহুয়াকে ফের প্রার্থী করবে দল৷

এদিকে বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ দেবকেও দিল্লিতে গরু পাচার মামলায় তলব করেছে ইডি। অ্যালকেমিস্ট মামলাতেও মুকুল রায়কে তলব করেছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =