দুই পারের বাংলার যোগাযোগের অন্যতম মাধ্যম মৈত্রী এক্সপ্রেস। কোটা বিরোধী আন্দোলনে ওপার বাংলা উত্তাল হওয়ার পর থেকেই বাতিল সেই ট্রেন। এদিকে রেলমন্ত্রক সূত্রে খবর, আগামী ৩০ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত বাতিলই থাকছে মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশ সরকারের তরফে খবর পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
১৬ জুলাই শেষবার চলেছিল দুই বাংলাকে সংযোগকারী ট্রেন। আবার কবে চলবে তা নিয়ে এখনও কোনও খবর নেই। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যেসব যাত্রী ৩০ জুলাই মৈত্রী এক্সপ্রেসে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন তাঁরা টিকিটের অর্থ ফেরত পাবেন। টিকিটের দাম ফেরতের জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। তবে কোনও যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না।
প্রসঙ্গত, দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের পর সুপ্রিম কোর্টে জয় পেয়েছে ছাত্ররা। বাংলাদেশে চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ করতে হবে, রায় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। তারপরেও সমস্যা পুরোপুরি মেটেনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। থমথমে পরিবেশ বাংলাদেশে। আরও কয়েক দফা দাবি সরকারের কাছে রেখেছে আন্দোলনকারী ছাত্রদের একাংশ। অশান্তির ঘটনা রুখতে সে দেশে কার্ফু (Curfew) জারি করা হয়েছিল।