পুরসভায় গণ্ডগোলের ঘটনাকে বড় ঘটনা বলে মানতে রাজি নন মালা রায়

কলকাতা পুরনিগমের অধিবেশন চলাকালীন বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের গণ্ডগোলকে খুব একটা বড় ঘটনা বলে মানতে রাজি নন চেয়ারপার্সন মালা রায়। এদিকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের সামনে এই ঘটনা ঘটলেও তিনি জানান, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁরাই একমাত্র এর ভাল বিবরণ দিতে পারবেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘ওঁদের পেটে গ্যাস হয়েছিল কি না ওরাই ভাল জানবেন।’

এদিকে যা ইস্যুতে গণ্ডগোলের সূত্রপাত যে বিরোধী কাউন্সিলরদের বক্তব্য পেশ করতে দেওয়া হয় না, সেই ইস্যুতে, চেয়ারপার্সনের দাবি, ‘বিরোধীদের কোনও প্রশ্ন-প্রস্তাব থাকে না। তৃণমূলেরই যাঁরা জনপ্রতিনিধি রয়েছেন তাঁরাই প্রশ্ন করেন। কিন্তু গত কয়েকদিন ধরেই দেখছি বিরোধী দলের ভূমিকা খুবই নগণ্য। কোনও কিছু জানতে চান না। প্রশ্ন জমা দেন না, প্রস্তাবও জমা দেন না। আমার মনে হয়, তাঁদের ওয়ার্ডের কোনও অভাব অভিযোগ নেই। যদি থাকত তাহলেই উত্থাপন করার চেষ্টা করতেন। সকলকেই বলতে দেওয়া হয়।’ এখানেই শেষ নয়। এই গন্ডগোল প্রসঙ্গে বলতে গিয়ে সাফাইয়ের সুরে মালা বলেন,  ‘এই ঘটনা বহুবার হয়েছে। বিধানসভাতে হয়েছে। লোকসভাতেও হয়েছে। সুতরাং এটা যদি মহামারি হয় তাহলে লোকসভাতেও দীর্ঘদিন ধরে এই রোগ রয়েছে। সেখানে কলকাতা পুরনিগমে ছোট-খাটো ঘটনা যদি ঘটে তাও দেখবেন সকলে।’ উল্লেখ্য, এ দিনের ঘটনার পর ইতিমধ্যেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে শোকজ করেন মালা রায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =