২০২৬–এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যেতে চলেছে বুধবার ১৬ জুলাই। কারণ, বাঙালি অস্মিতা, বাঙালি আবেগকে সামনে রেখে লড়াইয়ে নামছে তৃণমূল। এদিকে ২১ জুলাই তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ। ঠিক তার পাঁচ দিন আগে বাঙালি আবেগকে শান দিতে মমতা–অভিষেক যুগলবন্দি রাজপথে নামছেন।এমন নজির বিগত কয়েক বছরে দেখেনি বাংলা।
বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে মমতা এবং অভিষেকের রাস্তায় নামা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন অনেকে। গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের নেওয়া ‘বাঙালি অস্মিতার লাইন’। আর তাতে বারবার সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা এবং অভিষেক শেষবার যৌথভাবে মিছিলে হেঁটেছেন গত বছর ৭ মার্চ। লোকসভা ভোটের আগে মহিলাদের পাশে আছি সেই বার্তা দেওয়া হয়েছিল মিছিল থেকে। বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর ‘আক্রমণের’ ঘটনা প্রকাশ্যে এনে গত কয়েক মাস ধরেই সরব তৃণমূল। এবার সেই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে মমতা–অভিষেক।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে ‘বাংলা ও বাঙালি’ ছিল তৃণমূলের অন্যতম মূল স্লোগান। মূল স্লোগান ছিল— ‘বাংলা নিজের মেয়েকে চায়’। ২০২৪ সালের লোকসভা ভোটেও তৃণমূলের স্লোগান ছিল—‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’।