বাঙালি অস্মিতাকে জাগাতে বুধবার রাজপথে মমতা -অভিষেক

২০২৬এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যেতে চলেছে বুধবার ১৬ জুলাই। কারণ, বাঙালি অস্মিতা, বাঙালি আবেগকে সামনে রেখে লড়াইয়ে নামছে তৃণমূল। এদিকে ২১ জুলাই তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ। ঠিক তার পাঁচ দিন আগে বাঙালি আবেগকে শান দিতে মমতাঅভিষেক যুগলবন্দি রাজপথে নামছেন।এমন নজির বিগত কয়েক বছরে দেখেনি বাংলা।

বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে মমতা এবং অভিষেকের রাস্তায় নামাতাৎপর্যপূর্ণবলেই মনে করছেন অনেকে। গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের নেওয়াবাঙালি অস্মিতার লাইন আর তাতে বারবার সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা এবং অভিষেক শেষবার যৌথভাবে মিছিলে হেঁটেছেন গত বছর ৭ মার্চ। লোকসভা ভোটের আগে মহিলাদের পাশে আছি সেই বার্তা দেওয়া হয়েছিল মিছিল থেকে। বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপরআক্রমণেরঘটনা প্রকাশ্যে এনে গত কয়েক মাস ধরেই সরব তৃণমূল। এবার সেই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে মমতাঅভিষেক।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটেবাংলা ও বাঙালিছিল তৃণমূলের অন্যতম মূল স্লোগান। মূল স্লোগান ছিল— ‘বাংলা নিজের মেয়েকে চায় ২০২৪ সালের লোকসভা ভোটেও তৃণমূলের স্লোগান ছিল—‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =