ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মমতা

ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার সন্ধে ৬টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রীর কাছে বৈঠকের সময় চেয়ে কিছুক্ষণ আগে ই-মেল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তার জবাবে মুখ্যসচিব মনোজ পন্থ ই-মেল করে জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে যাওয়ার কথা জানান।

রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো ই- মেলে জানানো হয়েছে, এই বৈঠকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ১৫ জনের প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।

তবে মুখ্যসচিবের ই মেল পাওয়ার পর ফের আলোচনায় বসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। প্রাথমিক ভাবে খবর, জুনিয়র চিকিৎসকরা তিরিশ জন প্রতিনিধি নিয়েই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে চান।

শনিবার দুপুরেই স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের ধরনা মঞ্চে আচমকা হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনার মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানান মুখ্যমন্ত্রী৷ এর পর নিজেদের মধ্যে বৈঠক করে চিকিৎসকরা আলোচনার জন্য সময় চেয়ে মুখ্যমন্ত্রীকে ই মেল পাঠান৷ তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিবের পক্ষ থেকে ই মেল করে কালীঘাটে বৈঠকে যোগ দেওয়ার জন্য জুনিয়র চিকিৎসকদের জানানো হয়৷

তবে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় থাকছেন তাঁরা। পাশাপাশি, স্বচ্ছ পরিবেশে এবং খোলা মনে আলোচনার উপরে জোর দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ রাজ্য সরকার সরাসরি সম্প্রচারের শর্তে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =