আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে সরাসরি আক্রমণ শানালেন বিরোধী বিজেপির বিরুদ্ধে৷ বাদ দিলেন না বামেদেরও। পাশাপাশি, জানিয়ে দিলেন, বাম-বিজেপির এই ধরনের ভূমিকার বিরোধিতা করে পথে নামবে তৃণমূল কংগ্রেস। দোষী ফাঁসির দাবিও জানানো হবে তাঁর দলের তরফে।
এদিন বেহালায় স্বাধীনতা দিবসের প্রাক উদযাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৭ অগাস্ট সব ব্লকে। সব মিউনিসিপ্যালিটিতে বেলা দু’টো থেকে বিকেল ৪টে অবধি বাম-রামের বিরুদ্ধে মিটিং মিছিল। ১৮ তারিখ সব ব্লকে ধরনা হবে সকাল ১০’টা থেকে বিকেল ছ’টা অবধি। ১৯ তারিখ রাখি বন্ধন উৎসব পালন করব। ২০ তারিখ থেকে ফের রাস্তায় নামা হবে। দোষীর শাস্তি চাইবে।’
মমতা জানান, আগামী ১৬ অগাস্ট মৌলালির মোড়ে দুপুর ৩ টে নাগাদ জমায়েত। ওই দিন মিছিল করবেন তিনি৷ মিছিল যাবে মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত৷ আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে মিছিল করবেন মমতা৷ ওইদিন বিকেল ৪ টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে যোগ দেবেন৷
এদিন আর জি কর কাণ্ডের দোষীর ফাঁসির সাজার পক্ষে সওয়াল করার পাশাপাশি বিজেপি ও বামেদের বিরুদ্ধে ‘মৃত্যু নিয়ে রাজনীতি’ করার অভিযোগও তোলেন মমতা। এরই পাশাপাশি মমতা এও বলেন, ‘রাজনীতি করার জন্য যা খুশি করুন। কিন্তু মৃত্যুকে নিয়ে রাজনীতি করবেন না। এই সামাজিক ব্যধি যাতে না হয়। ইউপি, এমপি, মণিপুর কী হয়েছে? হাথরসে আমরা টিম পাঠিয়েছিলাম। বিজেপির সরকার ছিল তারা কী করেছিল? কংগ্রেসকেও বলব তারা কী করেছিল? আর বামেদের বলব অনিতা দেওয়ান মনে আছে?’
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রবিবারের মধ্যে কিনারা না হলে পথে সিবিআই-কে তদন্তভার দেওয়া হবে। তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। মমতা দাবি করেন, ইতিমধ্যেই ৯০ শতাংশ তদন্ত সেরে ফেলেছে রাজ্য পুলিশ। মমতা আগেই দাবি করেছেন, সিবিআই-এর সাফল্যের হার খুব ভাল নয়। তবে সিবিআই-কে পুলিশ সাহায্য করবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।