ভারতীয় প্রতিনিধি দলে ইউসুফের বদলে অভিষেকের নাম পাঠালেন মমতা 

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে ভারত যে প্রতিনিধি দল পাঠাচ্ছে, তার প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রতিনিধি হিসেবে সাংসদ ইউসুফ পাঠানের নাম তুলে নেওয়ার পর অভিষেকের নাম জানানো হয় তৃণমূলের তরফে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ফোন করে মমতার কাছে জানতে চান, তিনি কাকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন। উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন মমতা। এই প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, প্রতিনিধি হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নাম বেছে নিয়েছেন মমতা। দলের বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অবস্থান কী, সে কথা স্পষ্ট ভাবে দিতে পারবেন অভিষেক।
এদিকে ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা বিশ্বের সামনে রাখতে ৭ সাংসদের নেতৃত্বে মোট ৪২জনের প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত। আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের একাধিক দেশে গিয়ে সেই প্রতিনিধিরা জানাবেন অপারেশন সিঁদুরের কথা। পাশাপাশি পাকিস্তানের মাটিতে কীভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে, সে কথাও জানাবে ওই দল। রাজনীতির উর্ধ্বে দেশের স্বার্থে এই প্রতিনিধিদল তৈরি করা হয়েছে।
প্রসহ্গত,এই প্রতিনিধি দলের জন্য় প্রাথমিকভাবে বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রস্তাবিত হয়েছিল। সেই মতো তাঁর যাত্রার ব্যবস্থাও করতে শুরু করেছিল কেন্দ্র। কিন্তু সোমবার ইউসুফের নাম তুলে নেওয়া হয়। মমতা স্পষ্ট জানান, এটা দলের সিদ্ধান্ত। দলকে এই বিষয়ে কিছু জানানো হয়নি বলেও দাবি করেছিলেন মমতা। এরপরই মমতার কাছে আসে ফোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eighteen =