তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার বিকেল ৪টেয় এই বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের নব নির্বাচিত সাংসদদের নিয়ে এই বৈঠক কালীঘাটে করবেন মমতা। বৈঠকে ২৯ জন সাংসদকেই আসতে বলা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। শনিবার ২৯ জন নব নির্বাচিত সাংসদদের নিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী দিনে সাংসদদের কী ভূমিকা হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো এমনটাই সূত্রে খবর।
অন্যদিকে বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। দলের শরিকেরা ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছতে শুরু করেছেন। ইন্ডিয়ার ওই বৈঠকে ডাক পেয়েছে জোটের অন্যতম শরিক তৃণমূলও। দলের প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দিতে বুধবারই দিল্লির উদ্দেশে রওনা দেন অভিষেক। তিনি কবে ফিরবেন তা এই মুহূর্তে স্পষ্ট নয়। সূত্রের খবর, অভিষেক ফিরলেই জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা। তবে প্রাথমিক ভাবে শনিবারই ধার্য করা হয়েছে এই বৈঠকের জন্য়।