লোকসভা ভোটের আগেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত শান্তনু ঠাকুর। মতুয়া সমাজের নাম নিয়ে টাকা তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। একইসঙ্গে মমতার অভিযোগ, ১ কোটি ৩৪ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা তুলেছেন শান্তনু ঠাকুর। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুলে ধরতে দেখা গেল মমতাবালা ঠাকুরকে।
সোমবারের এই সাংবাদিক বৈঠক থেকে তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘দুর্নীতির সঙ্গে যুক্ত শান্তনু ঠাকুর। তার স্ত্রী ঠাকুর বাড়ির কাছে মাতৃ সেনা নামে প্রচুর টাকা দিয়ে জমি কিনেছে। ঠাকুর বাড়িতে বিল্ডিং তৈরি হচ্ছে। তাদের আত্মীয় স্বজনের নামে জমি সম্পত্তি কেনা হয়েছে। কল্যাণী এইমস- এ বিভিন্ন লোককে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে আবেদন জানাব, এ বিষয়ে তদন্ত করা হোক।’
এর পাশাপাশি মমতাবালার সংযোজন, ‘রাজ্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তাদের প্রতি আমার ভরসা আছে। রাজ্যে সর্বত্র ইডি-সিবিআই তদন্ত করছে, কিন্তু তারই মন্ত্রীর ক্ষেত্রে এরকম দুর্নীতি কেন, সে ক্ষেত্রে কেন ইডি সিবিআই তদন্ত হবে না।’ এরই রেশ ধরে মমতাবালা এদিন এও জানান, ‘এর প্রতিবাদ আমরা বহুবার আগেও করেছি। ২০১৪-র পর থেকে আমার স্বামীর ওপর বারবার অত্যাচার করা হয়েছে। এর প্রতিবাদ আমি করে যাচ্ছি। অল ইন্ডিয়া মতুয়া সমাজের সংগঠনেও দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত শান্তনু ঠাকুর।’