গরুপাচার মামলায় প্রথম জামিন। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারি জামিন পেলেন। শুক্রবার দিল্লি হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হয় কেষ্টর হিসেবরক্ষকের। গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির কিছুদিন পরই দিল্লিতে তলব করা হয়েছিল মণীশ কোঠারিকে। সেখানে তাঁর উত্তরে সন্তুষ্ট না হওয়ায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তাঁকে গ্রেফতার করে নিয়েছিলেন। অবশেষে শুক্রবার জামিন পেলেন অনুব্রতর হিসাব রক্ষক। এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল জামিনের জন্য আবেদন করেছেন। তাঁদের জামিন এখনও অধরা। উল্লেখ্য, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে দিল্লিতে তলব করা হয়েছিল মণীশ কোঠারিকে। রাজধানীতে প্রবর্তন ভবনে ইডির অফিসে গিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি। ১৪ মার্চ ইডির অফিসে বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। প্রায় সাত ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারদের প্রশ্নমালার মুখোমুখি হন তিনি। কিন্তু ইডি অফিসাররা তাঁর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় সেদিনই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষককে। সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে সন্ধেয় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারির পর থেকে তিহাড় জেলেই রাখা হয়েছিল তাঁকে। গ্রেফতারির প্রায় ৬ মাসেরও বেশি সময় পর অবশেষে জেলমুক্তি হচ্ছে কেষ্টর হিসাব রক্ষক মণীশ কোঠারির।