গড়িয়াহাট আইটিআই কলেজেও ‘মনোজিত্ মডেল‘। কসবা ল‘ কলেজের গণধর্ষণে অভিযুক্ত মনোজিত্ মিশ্রর ঘনিষ্ট সঞ্জয় চৌধুরীর কুকীর্তি এবার সবার সামনে। আর তাতেই সব মহলে নিন্দার ঝড়।
কলেজ ক্যাম্পাসে উশৃঙ্খলতা, মদের আসর, কলেজের ছাত্রীদের যখন–তখন ডেকে পাঠানো সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকে সবসময় সঞ্জয়। কলেজের হোস্টেলে অনাবাসিক যারা, তারা যখন তখন কলেজের হস্টেলে ঢুকে রুম দখল করে থাকত বলেও উঠেছে অভিযোগ।
গড়িয়াহাট ট্রাম্প–ডিপোর ঠিক উলটো দিকে এই আইটিআই কলেজে সঞ্জয়ের দাপটে ছাত্রছাত্রীদের জীবন ওষ্ঠাগত। কলেজ ছুটির পর কলেজে থেকে যাওয়া, কলেজ বাংক করা, কলেজ ছুটির পর ছাত্রীদের ডেকে আনা, কলেজে বসেই মধ্যরাতে মদ্যপান , সঙ্গে চলতো উচ্চগ্রামে গান চালানো। অর্থাত্ কলেজকে যতরকম ভাবে অপব্যাবহার করা যায়– তার প্রত্যেকটির অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে।
এদিকে এও শোনা যাচ্ছে কলেজের ছাত্রীদের অভিভাবকেরা বহুবার কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ করেছেন কিন্তু কলেজ কেন এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি, তা জানা যায়নি। সঞ্জয়ের দাপট এতটাই বেশি যে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন ওর নামে। অর্থাত্, এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে একা মনোজিত্ মিশ্র নয়, বিভিন্ন কলেজেই মৌরসিপাট্টা গেড়ে বসেছে তৃণমূলের বিভিন্ন ছাত্রনেতারা।