২১ জুলাই বন্ধ রাখা হচ্ছে বহু স্কুল, আবার কেউ হাঁটল ‘ডিজিটাল’ পথে

সোমবার সপ্তাহের প্রথম দিনে যখন শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা সাজবে তৃণমূলের পোস্টারহোর্ডিংয়ে। চারপাশে বাজবে শহিদ দিবসের মাইক। ঠিক সেই সময় বহু স্কুল প্রাঙ্গনে শোনা যাবে না পড়ুয়াদের গলার শব্দ। কারণ, এই শহিদ দিবস উপলক্ষে দেওয়া হয়েছে ছুটি। এই প্রসঙ্গে শাসক শিবিরের একাংশ বলছেন, ‘এটা আসলে শহরের যানজট পরিস্থিতি থেকে পড়ুয়াদের একদিনের জন্য দূরে রাখা। একটুবিরতিদেওয়া।’ স্কুল কর্তৃপক্ষের দাবিও একই। অভিভাবকদের বাড়তি চিন্তা, ছেলেমেয়েদের রাস্তার যানজট থেকে দূরে রাখতেই ২১ তারিখ বন্ধ থাকবে স্কুল।

২১ জুলাই ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, ডন বসকো, ক্যালকাটা গার্লস, সেন্ট জেমস স্কুল, ডিপিএস মেগা সিটি, ডিপিএস রুবি পার্ক ও অভিনব ভারতীতে। তবে এই সকল বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ একদিনের জন্য পড়াশোনা থেকে ছুটি দেওয়ার কথা ভাবলেও লা মার্টিনিয়ার ও বিএসএস স্কুল কিন্তু বেছে নিয়েছেডিজিটালপথ। তাদের ক্লাস হবে অনলাইনে।

এদিন লা মার্টিনিয়ার সেক্রেটারি সুপ্রিয় ধর বললেন, ‘এটা সত্যি চিন্তাদায়ক। পড়ুয়ারা যখন ফেরে তখন বাজবে ১টা। কোনও ক্রমে যানজটে আটকে গেলে বাড়ি ফিরতে বেজে যাবে ৫টা। যা অভিভাবকদের জন্যও চিন্তাদায়ক। তাই এই ব্যবস্থা। কিন্তু পড়াশোনার তো ক্ষতি হচ্ছে না। অনলাইনে ক্লাসে হবে।

অন্যদিকে, শিক্ষাবিদ দেবাশিস সরকারের দাবি, ‘রাজনৈতিক লড়াইয়ের যা সংস্কৃতি, মানে এই মিটিং, মিছিল এটা করা মোটেই ভুল নয়। কিন্তু এটা খেয়াল রাখা উচিত আমার এই কার্যকলাপের জন্য একদিন শিক্ষার পাট চুকিয়ে দিতে হল। এটা ভয়ঙ্কর।

শুধু স্কুলই নয়। ২১শে জুলাই স্নাতকের দ্বিতীয় বর্ষের পূর্ব নির্ধারিত পরীক্ষার দিন পরিবর্তন করেছে সিধুকানহোবিরসা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। যদিও তাদের দাবি, পরীক্ষার দিন অনিবার্য কারণবশত পরিবর্তন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seventeen =