দিল্লির এমসে ভয়াবহ আগুন

দিল্লির এমসে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার বেলায় আচমকাই আগুনের শিখা দেখা যায় এমসের হাসপাতাল বিল্ডিংয়ে। সূত্রে খবর, এন্ডোস্কোপি বিভাগে এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। আগুন লাগার খবর জানতেই আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। সূত্রে খবর মিলছে, এমসের যে এন্ডোস্কোপি রুমে আগুন লেগেছে তার পাশেই রয়েছে এমারজেন্সি ওয়ার্ড। ফলে আগুনের লেলিহান শিখা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং হাসপাতাল কর্মীদের মধ্য। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, তৎপরতার সঙ্গে এমারজেন্সি ওয়ার্ডের সমস্ত রোগীকে বের করে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার খবরে হুড়োহুড়ি পড়ে রোগীদের আত্মীয়দের মধ্যেও। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে প্রথম সারিতে থাকা এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কী ভাবে ভয়াবহ আগুন লাগল, তা নিয়ে উদ্বিগ্ন প্রত্যেকেই। খুব দ্রুতই আটটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও কালো ধোঁয়ায় ঢেকে যায় এমসের ভিতর এবং বাইরের চত্বর।

এদিকে হাসপাতালের ডিরক্টর খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন। তিনি আশ্বাস দেন, ‘কোনও রোগীর ক্ষতি হয়নি। সকলকেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে।’ দমকলের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, এমসের পুরনো রাজকুমারী ওপিডি বিল্ডিংয়ে আগুন লাগে। দমকল বাহিনির তৎপরতায় সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এখনও অপারেশন চলছে। শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে বলে অনুমান। তবুও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + four =