নিউটাউনে গুলি চালনার ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড

রবিবার রাতে নিউটাউনে গুলি চালনার ঘটনায় গ্রেফতার ঘটনার মাস্টারমাইন্ড বাকিবুল্লা। এই গুলি চালানোর ঘটনায় আগেই রফিক ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত রফিক ইসলাম নিহতের ব্যবসায়িক পার্টনারকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে বাকিবুল্লার। এরপর ইকোপার্ক থানার পুলিশ সোমবার সরবেড়িয়া এলাকায় হানা দিয়ে বাকিবুল্লাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে নিউ টাউনে গুলি চালনার ঘটনায় সুপারি নিয়েছিল বাকিবুল্লা। খুন করার আগে নিউটাউনের ঘটনাস্থলে রেইকি করেছিল। রাস্তার কোথায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, গুলি করার পর কোন দিক দিয়ে পালাতে হবে। তারপর দু’জন শুটারকে ব্যবহার করে ইট ও কয়লা ব্যবসায়ী নাসিরউদ্দিনকে খুন করা হয়।

প্রসঙ্গত, রবিবার রাতে নিউটাউনের ইকো পার্কের সামনে নাসিরুদ্দিন খান নামে এক যুবককে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। তদন্তে নামে বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =