পুজোর আগের দু’মাস ব্যাপক বৃষ্টির সতর্কতা জানিয়ে দিল মৌসম ভবন আইএমডি। পূর্বাভাস বলছে একদিকে তুমুল বৃষ্টি চলবে একাধিক রাজ্যে অন্যদিকে গরমও কাঁদাবে। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। একইসঙ্গে এও জানানো হয়েছে যে, দুর্গাপুজোর আগে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দেশে। বৃহস্পতিবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অগাস্টের শেষে লা নিনার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।যার জেরে অগস্ট এবং সেপ্টেম্বরে দীর্ঘকালীন গড়ের (৪২২.৮ মিলিমিটার) ১০৬ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অগাস্ট-সেপ্টেম্বরে দেশের অধিকাংশ প্রান্তে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারত, সংলগ্ন পূর্ব ভারত, লাদাখ, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য ভারতের একাংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় মৌসম ভবনের প্রধান মৃত্যু্ঞ্জয় মহাপাত্র। একইসঙ্গে মৌসম ভবনের তরফ থেকে এও জানানো হয়েছে, পশ্চিম হিমালয় এলাকায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে এখনও পর্যন্ত দেশে ৪৫৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের থেকে দুই শতাংশ বেশি। এমনিতে জুন এবং জুলাইয়ে ‘স্বাভাবিক’ বৃষ্টিপাতের পরিমাণ হল ৪৪৫.৮ মিমি। সঙ্গে এও জানানো হয়েছে যে, জুন শুষ্ক থাকলেও জুলাইয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত মাসে স্বাভাবিকের নয় শতাংশ বেশি বৃষ্টি পেয়েছে ভারত। শুধুমাত্র মধ্য ভারতেই ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
অগাস্ট-সেপ্টেম্বরে আবহাওযা সম্পর্কে মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, অগাস্টের শেষের দিকে লা নিনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা।