গোটা আন্দামানেই ঢুকে পড়েছে বর্ষা। মৌসম ভবন জানাচ্ছে আগেভাগে বর্ষা আসছে কেরলেও। সঙ্গে এও জানানো হয়েছে, আরব সাগরে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস মৌসম ভবনের। ২২ মে নাগাদ আরব সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলছে হাওয়া অফিস। এই নিম্নচাপের টানেই দ্রুত বর্ষা ঢোকার আশা কেরলে। মে-র শেষ দিকে বঙ্গোপসাগরেও নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এদিকে আপাতত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলায়। তাপের দাপট কমলেও ভ্যাপসা গরম চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
মৌসম ভবন সূত্রে খবর, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের দাপট ভালই থাকবে। বিকেল ও রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির জেরেই তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে পশ্চিমের ৫ জেলায় গরম ও অস্বস্তি বেশি।
রবিবার অস্বস্তিকর গরম বেশি থাকবে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই বর্ধমানে। কলকাতাতেও মেঘলা আকাশ থাকলেও গরম ভালই থাকবে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপরের ৫ জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি বাকি জেলাতে।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার, ১৮ মে কলকাতা-সহ নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বীরভূম,উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার, ১৯ মে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। কলকাতাতেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ২০ ও ২১ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আলিপুর জানাচ্ছে ২২ মে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বেশ ভাল বৃষ্টি হতে পারে। ২৩ মে পর্যন্ত বৃষ্টি চলবে। রাজ্যের প্রায় সব জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৮৭ শতাংশ।