রবিবার ২৪ ডিসেম্বর নেওয়া হবে টেট। আর এই পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে মেট্রো রেল। রবিবার হলেও ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। ওই নির্দিষ্ট দিনে এই করিডরের পুরো অংশে ১৩০টি মেট্রো চালানোর পরিবর্তে ২৩৪টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যার মধ্যে ১১৭টি চলবে আপ লাইনে এবং ১১৭টি চলবে ডাউন লাইনে্।
২৪ ডিসেম্বর মেট্রোর প্রথম সার্ভিস :-
সকাল ৬টা ৫০ মিনিটে- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯টার পরিবর্তে)
সকাল ৬টা ৫০ মিনিটে- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৯টার পরিবর্তে)
সকাল ৬টা ৫৫ মিনিটে- দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯টার পরিবর্তে)
সকাল ৭টায়- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৯টার পরিবর্তে)
শেষ সার্ভিসের সময় অপরিবর্তিত থাকছে।