শিবাশিস রায়
ব্লু লাইনে শুক্রবার থেকে রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো শুরু হল। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত ১১টায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে । যাত্রাপথে পরিষেবা দু’টি সমস্ত স্টেশনে থামবে, এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফ থেকে। আর প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে টোকেন, স্মার্ট কার্ড বিক্রির জন্য।
এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, কয়েকদিন আগেই শেষ মেট্রোর সময় বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাড়ি ফেরেন। তাঁরা অসুবিধায় পড়েন অনেক সময়। এই আবেদন শুনে প্রধান বিচারপতি উল্লেখ করেছিলেন, অন্যান্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়। সাধারণ মানুষের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না, তা বিবেচনা করে দেখতে বলেছিলেন প্রধান বিচারপতি। এদিকে যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে মেট্রো রেল কর্তৃপক্ষ। তার অঙ্গ হিসেবে এর আগে দুর্গাপুজো বা বিশেষ খেলা থাকলে রাতে স্পেশ্যাল সার্ভিস দিতে দেখা গিয়েছে মেট্রোকে। তবে এবার যাত্রীদের স্বার্থে এটা নিঃসন্দেহে এক বড় উদ্যোগ।