নির্বাচনী আবহে জঙ্গি হামলা উপত্যকায়

অলোকেশ ভট্টাচার্য

 

নির্বাচনী আবহে রক্তে রাঙাল উপত্যকা। শুক্রবার জম্মু- কাশ্মীরের দু জায়াগয় সাধারণ নাগরিকদের উপরে হামলা চালাল জঙ্গিরা। এই হামলায় গুলিতে নিহত হন একজন প্রাক্তন প্রধান। আহত দুই পর্যটক।

নির্বাচনা আবহে উপত্যকা জুড়ে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মাঝেও জঙ্গিরা সাধারণ মানুষের উপরে হামলা চালানোর ঘটনা ঘটে শনিবার। সূত্রে খবর, প্রথম হামলাটি হয় সোপিয়ানে। হুরপুরা গ্রামের প্রাক্তন প্রধান আইজাজ় আহমেদ শেখকে গুলি করে খুন করে জঙ্গিরা। অন্যদিকে, অনন্তনাগেও প্রকাশ্যে গুলি চালায় জঙ্গিরা, গুলিবিদ্ধ হন রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে আসা এক দম্পতি। এদিকে পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়, সোপিয়ান জেলায় যে প্রাক্তন প্রধানের উপরে হামলা চালিয়েছিল জঙ্গিরা, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও  চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। অন্যদিকে অনন্তনাগের ইয়ান্নার এলাকায় এক যুগলের উপরে হামলা করেছে জঙ্গিরা। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে চিরুণি তল্লাশি।

এদিকে এই হামলার ঘটনা নিয়ে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নির্বাচনী আবহে অশান্তি তৈরির জন্য একের পর এক জঙ্গি হামলা করা হচ্ছে বলে সন্দেহ। অনন্তনাগর-রাজৌরিতে শনিবার পর্যন্ত নির্বাচনী প্রচার চলছিল। আগামী ২৫ মে এই দুই আসনে ভোট। এই জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও বিজেপি। সকলেই এই হামলার তীব্র নিন্দা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =