ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের সাংসদ। লোকসভা ভোটের আগে তিনটি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। যা নিয়ে কম হইচই হয়নি। এর আগে ঘাটালের সাংসদ দেব, এর আগে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন৷ এবার সে পথে হাঁটলেন দেবের সহকর্মী, অভিনেতা মিমি চক্রবর্তী৷ কেন তিনি ইস্তফা দিলেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়৷
প্রসঙ্গত, এদিকে সামনেই লোকসভা নির্বাচন৷ আর তার আগেই যাদবপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ ছাড়লেন পদ৷ কিছুটা টলিউডে মিমির সহকর্মী দেবের পথে হেঁটেই এই সিদ্ধান্ত নিলেন তিনি৷ ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে তোলপাড় পড়েছে৷ তা হলে কী মিমির কোনও বিষয় নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে কি না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ এদিকে সদ্য জন্মদিন কাটিয়েছেন তিনি৷ তারপরেই রাজনৈতিক কেরিয়ারের একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি।