শহর কলকাতায় নাবালিক ধর্ষণ, ধৃত ১

শহর কলকাতায় নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। বটতলার পর এবার ঘটনাস্থল টালিগঞ্জ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। অভিযোগ, কাউকে কিছু বললে প্রাণে মারার হুমকি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে দিনের পর দিন ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ওই এলাকারই বাসিন্দা। বুধবার সকালে এই শিশু নির্যাতনের খবর সামনে আসে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে এলাকায়। পরিবারের লোক থানায় এলেও থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে দাবি করে শিশুটির পরিবার। পরে অবশ্য সক্রিয় হয় পুলিশ।

এই ঘটনায় নির্যাতিতার মা জানান, ‘আমি মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ওর প্যান্টে রক্তের দাগ দেখতে পাই। গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন মেয়েকে জিজ্ঞাসা করলে ও সব বলে দেয়। জানায় এই প্রথম নয়, একমাস আগেও ওর উপর নির্যাতন হয়েছে।’ একইসঙ্গে নির্যাতিতার মা এও জানান, মেয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। তখনই ঘরে ঢুকেছিল ওই ছেলেটি। এমন যে ঘটে যাবে ভাবতেও পারিনি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ওকে গ্রেফতার করেছে। আমি চাই ওর ফাঁসি হোক।’

বুধবার সকালে এই ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় টালিগঞ্জের ওই এলাকায়। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় দুঃস্থ বাচ্চাদের পড়ানোর কাজ করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানেই পড়াশোনা করে শিশুটি। ওই সংস্থার এক শিক্ষিকা জানান, এদিন ভোরবেলা ঘটনাটি জানতে পারেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলেও আসেন।দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eleven =