পশ্চিমবঙ্গ জুড়ে ফের সক্রিয় মৌসুমি বায়ু, রবিবার সন্ধেয় ঝড়বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমবঙ্গ জুড়ে ফের সক্রিয় মৌসুমি অস্বস্তি। রাজ্যের আকাশে এখন জমছে ঘন মেঘ, আর তার সঙ্গেই ঘনীভূত হচ্ছে বজ্রবিদ্যুৎ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দেখে নেওয়া যাক আগামী সপ্তাহের আবহাওয়ার আপডেট। আলিপুর আবাহওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং মালদা জেলাগুলিতে রবিবারই বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ। সোমবার থেকে এই বৃষ্টি আরও বাড়বে, কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে সকালের দিকে পরিষ্কার আকাশ। মূলত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনে তাপমাত্রার খুব একটা বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যে।

এদিকে রবিবার বাংলাদেশ সংলগ্ন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে মূল বৃষ্টির প্রকোপ বাড়বে সোমবার থেকে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। সোমবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। পশ্চিমের কিছু জেলার দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাত।

এদিকে রাজ্যের রাজধানী কলকাতাতেও তাপমাত্রা ও আর্দ্রতার জোড়া চাপে অস্বস্তির মাত্রা চরমে। রবিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও দিনে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।  রবিবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় অস্বস্তি আরও বাড়বে। একইসঙ্গে এও জানানো হয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যার জেরে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৭ শতাংশ থেকে ৯৪ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =