কলকাতার রাস্তা ও ফুটপাতের বিরাট অংশ জুড়ে যে হকররা রয়েছেন তাঁদের মধ্যে সংখ্য়াধিক্য ভিন রাজ্যের বাসিন্দাদের। অন্তত এমন তথ্যই সামনে এল কলকাতা পুরসভার তরফ থেকে সমীক্ষক দলের পর্যবেক্ষণে। পুরসভার এই সমীক্ষক দল এমন হকারদের সন্ধান পেয়েছেন যাঁরা আদতে বিহার, ঝাড়খণ্ডের বাসিন্দা। এখানে বলে রাখা শ্রেয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কলকাতা পুরসভার তরফে ১৫০ জন পুর কর্মীকে হকার সমীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এক একটি হকার জোনে সমীক্ষা করতে ১০টি করে দল নেমেছিল। প্রতিটা দলে চার-পাঁচজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ওই কাজ করেন। কলকাতা শহরে বিভিন্ন এলাকায় এরকম ৪০টি টিম নামানো হয়েছিল। কোন রাস্তায় কত হকার বসেছে তাদের নাম, ঠিকানা অ্যাপে নথিভুক্ত করতে বলা হয়। এরপরই সামনে আসে কলকাতার হকারদের নিয়ে এই তথ্য।
এদিক কলকাতা পুরসভা সূত্রে খবর, এরপর পূর্ণাঙ্গ সমীক্ষা করে রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। পুরসভা সূত্রে খবর, চলতি মাসের শেষে কিংবা অগাস্ট মাসের প্রথম সপ্তাহে সমীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হয়ে যাবে। তারপর তা জমা পড়বে নবান্নে। ২০১৫ সালের একটি তালিকা অনুযায়ী শহরে ২ লক্ষ ৭৫ হাজার হকার থাকার কথা। সমীক্ষায় জানা গিয়েছে গত ৯ বছরে ওই সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে।