বেশির ভাগ বেসরকারি বাসের অভিমুখ ছিল ব্রিগেড 

ব্রিগেডের মঞ্চ তৈরি করা হয়েছে রাত জেগে। কলকাতার স্টেশনে ভিড় সমানে বাড়ছে ব্রিগেডযাত্রীদের। ব্রিগেডের মাঠ থেকে স্টেশন, সর্বত্র রয়েছে স্বেচ্ছাসেবকরা। কলকাতার বামপন্থী কর্মীরাই দায়িত্ব নিয়েছেন দূর জেলা থেকে পৌঁছানো ব্রিগেডযাত্রীসের সহায়তার।
এ কলকাতা বাংলা নতুন বছরের গোড়ায় দেখেছে দাঙ্গার ছবি। দেখেছে ভাঙা বাড়ি, আগুন আর ধ্বংসের ছবি। আর এ বৈশাখের প্রথম সপ্তাহেই সারা দেশ, সারা রাজ্য দেখছে ঐক্যের ছবি। শ্রেণি ঐক্য এই বিভাজনের রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতে
রাজ্যের সব প্রান্ত থেকে ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে সকাল থেকে রওনা দিয়েছেন কর্মী সমর্থকরা। কেউ রওনা হয়েছেন ট্রেনে,কেউ বা বাসে। কলকাতা ও তার আশপাশ অঞ্চল থেকে ব্রিগেডে যারা আসবেন তারা বিভিন্ন রুটের বাস ভাড়া করেছেন।
এদিকে সূত্রে খবর, বিভিন্ন রুটের প্রায় সব বাস ভাড়া করা হয়েছে।
যেমন কসবা হাওড়া রুটের ২১ টি বাসের মধ্যে সব বাস ভাড়া নিয়েছেন বামপন্থী কর্মী সমর্থকরা। এসডি ৮, ২১২, ১ নম্বরের বিভিন্ন রুটের সব বাসের আজ গন্তব্য ব্রিগেড সমাবেশ।
কসবা রুটের বাস কন্ডাক্টর সুভাষ দাশের কথায়,’ব্রিগেড হলেই আমাদের বাস যায়। কিন্তু এবার অনেকদিন পর সব বাস ভাড়া নেওয়া হয়েছে।’ সঙ্গে এও বলেন, ‘আমাদের কিছুটা সুবিধা হলো, এই সুযোগে মিটিং শোনা হয়ে যাবে। ছুটি করে গেলে তো সমস্যা থাকে, বুঝতেই তো পারছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 9 =