মোটোভোল্ট মোবিলিটি বাজারে আনল এম-৭

নগরাঞ্চলের যাতায়াতকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে ভারতের একটি নেতৃস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার কোম্পানি মোটোভোল্ট মোবিলিটি প্রাইভেট লিমিটেড বাজারে আনল মোটোভোল্ট এম ৭। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দেশের প্রথম উচ্চ-গতির বৈদ্যুতিক স্কুটার বিভাগে এই মাল্টি-ইউটিলিটি ই-স্কুটার নতুন পথ দেখাবে। সঙ্গে এও জানানো হয়েছে, জার্মান প্রযুক্তি প্রয়োগ করে এবং একশত কোটি ভারতীয়ের চাহিদা কথা মাথায় রেখেই এই মোটোভোল্ট এম-৭-এ তৈরির ক্ষেত্রে নজর রাখা হয়েছে  নিরাপত্তা, গুণমান, আরাম এবং স্থায়িত্বের ওপর। যা একে নতুন এক মাত্রা দিয়েছে। মোটোভোল্ট এম-৭ এর শুভ সূচনা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এর পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহণ দফতরের সচিব ডা. সৌমিত্র মোহন, আইএএস, জার্মানির কনসাল জেনারেল বারবারা ভস, কলকাতায়,  প্রখ্যাত অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ই-রকিটের সিইও আন্দ্রেয়াস জুরওয়েমে, এবং মোটোভোল্ট মোবিলিটি প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা তুষার চৌধুরী।

এদিনের এই অনুষ্ঠানে মোটোভোল্ট মোবিলিটির প্রতিষ্ঠাতা ও সিইও তুষার চৌধুরী তাঁর সংস্থা এবং মোটোভোল্ট এম-৭ সম্পরিকে বলতে গিয়ে জানান, ‘মোটোভোল্ট-এ, আমাদের লক্ষ্য হল একটি দক্ষ এবং টেকসই যাতায়াতের বিকল্প ব্যবস্থা প্রদান করা। সঙ্গে এও জানান, ‘এম-৭ ভারতে তৈরি ও ভারতের জন্য তৈরি। এতে একটি যানের উন্নত বৈশিষ্ট্যগুলিকে ধারণ করে যা আরোহীদের জন্য একটি ব্যক্তিগত এবং অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। এরই পাশাপাশি শহরের গতিশীলতার অনন্য চ্যালেঞ্জকে মোকাবিলা করে জীবনের মান উন্নত করা এবং একটি পরিচ্ছন্ন পরিবেশের জন্য অবদান রাখার প্রতি আমরা লক্ষ্য রাখি। আমরা এম-৭ এর প্রারম্ভিক অফার মূল্য ১,২২,০০০/- টাকা রেখেছি, প্রাথমিক বুকিং এর পরিমাণ মাত্র ৯৯৯/- টাকা।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =