শারীরিক উন্নতি হয়েছে মুকুল রায়ের। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন তিনি স্থিতিশীল রয়েছেন। তবে এখনও অক্সিজেন দেওয়া হচ্ছে। বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালের আইটিইউতে রয়েছেন তিনি। কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল দল। বুধবার মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। রবিবার মুকুলের শারীরিক অবস্থা উন্নতির পথে।
গত বুধবার কাঁচরাপাড়াতে নিজের বাড়িতে থাকাকালীন বাথরুমের সামনে পড়ে গিয়ে চোট পান মুকুল। ওই দিনই রাত ১১ টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা যায়, মুকুলের মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তারপর থেকে তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এখন তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। তবে তাঁর অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে। উল্লেখ্য, ২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবিটিসে ভুগছেন। ডিমেনশিয়াও রয়েছে তাঁর।