মুকুটমণির স্ত্রী যোগ দিলেন বিজেপিতে

রানাঘাট কেন্দ্রে লোকসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তৃণমূল প্রার্থী তথা স্বামী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী। শনিবার তাহেরপুরে মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন স্বস্তিকা। সঙ্গে স্পষ্ট বার্তা, ‘মুকুটমণিকে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে।’ কারণ, হিসেবে স্বস্তিকা এও জানান, মুকুটমণি কখনওই তাঁকে স্ত্রীর মর্যাদা দেননি। সমাজে তাঁকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতেও অস্বীকার করতেন। এদিকে সোমবার এই রানাঘাটে নির্বাচন।

প্রসঙ্গত, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সুনজরে ছিলেন এই মুকুটমণি। ৩৩ বছর বয়সে দলের জাতীয় কর্মসমিতির ‘কনিষ্ঠতম’ সদস্যও হন। এরপর তাঁকে রাজ্যে বিজেপির তফসিলি মোর্চার ‘ইনচার্জ’ও করা হয়েছিল। একইসঙ্গে মতুয়া মহাসঙ্ঘের সংগঠন সামলাতেন মুকুটমণি। ওই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠায় বেজায় বিড়ম্বনায় পড়তে হয় রাজ্য বিজেপি নেতৃত্বকে। সেই মুকুটমণি এখন তৃণমূলে।২০২৪-এ লোকসভা ভোটে রানাঘাটের প্রার্থীও হয়েছেন। তবে শনিবার  স্বস্তিকা বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি প্রকাশ্য মঞ্চ থেকে সেই বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে যে ভাবে ফের সরব হলেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তাতে নির্বাচনের মুখে যে বিপুল অস্বস্তিতে পড়তে হল শাসক দলকে তা বলাই বাহুল্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 13 =