দোলে শুক্রবার শিয়ালদহ দক্ষিণ শাখা এবং মেইন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল

দোল উৎসব উপলক্ষে আগামী শুক্রবার শিয়ালদহ দক্ষিণ শাখা এবং মেইন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হল। একইসঙ্গে শিয়ালদহ কৃষ্ণনগর এবং শিয়ালদহ বর্ধমান শাখা লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে শিয়ালদহ রানাঘাট, রানাঘাট-গেদে, শিয়ালদহ-গেদে, রানাঘাট কৃষ্ণনগর সিটি লোকাল, নৈহাটি-রানাঘাট লোকাল, শিয়ালদহ-শান্তিপুর লোকাল, রানাঘাট-বনগাঁ লোকাল, বিধাননগর-বারাকপুর লোকাল, শিয়ালদহ ক্যান্টনমেন্ট লোকাল, শিয়ালদহ-মধ্যমগ্রাম লোকাল, বারাসত হাসনাবাদ লোকাল, শিয়ালদহ ক্যানিং লোকাল-সহ একাধিক ট্রেন।

 

এক নজরে দেখে নিন ট্রেনের তালিকা…

 

শিয়ালদহ-বর্ধমানঃ 31151/31152

শিয়ালদহ-রানাঘাটঃ 31601,31613,31617,31631/31602,31614,31624,31634,34636।

রানাঘাট-গেদেঃ 31747,31749,31753,31755/31744,31746,31748,31750,31754।

শিয়ালদহ-গেদেঃ 31911,31917/31926।

রানাঘাট/কৃষ্ণনগর সিটি-শান্তিপুরঃ31585/31586

কৃষ্ণনগর সিটি-রানাঘাট জংশনঃ 31723,31725/31722,31726,31728

শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশনঃ 31801,31815,31831/31802,31834,31838।

নৈহাটি-রানাঘাটঃ 31711/31712।

রানাঘাট-শান্তিপুরঃ 31781,31783/31782,31784,31786

শিয়ালদহ-শান্তিপুরঃ 31511,31515,31521,31527/31512,31522,31528,31534

রানাঘাট-বনগাঁও জংশন : 33711, 33713, 33717, 33719, 33729, 33733/33716, 33720, 33724, 33732

শিয়ালদহব্যারাকপুর-31215,31217,31219,31223,31225,31227,31229,31231,31237/31216,31218,31220,31224,31226,31228,31230,31236,31240,31242

বিধাননগর রোড-ব্যারাকপুর 31261

বিধাননগর রোড-নৈহাটিঃ 31471।

শিয়ালদহ-নৈহাটিঃ 31411, 31413, 31417, 31423, 31425, 31427, 31435, 31443/31414, 31416, 31418, 31424, 31432, 31434, 31438, 31440, 31450

বারাসাত-বনগাঁও জংশন। : 33363,33365/33362,33364,33366

শিয়ালদহ-বারাসত 33401,33433/33402,33436,33438

শিয়ালদহ-হাবড়াঃ 33651,33655,33657/33652,33656,33658

শিয়ালদহ-বনগাঁও জংশন। : 33801, 33811, 33813, 33821, 33825, 33849/33802, 33812, 33816, 33818, 33822, 33856, 33858

শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট। : 33411/33412।

শিয়ালদহ-মধ্যমগ্রামঃ 33421/33422।

শিয়ালদহ-দত্তপুকুরঃ 33615/33620

শিয়ালদহ-হাসানাবাদঃ 33513,33521/33526,33528

বারাসাত-হাসানাবাদঃ 33311,33315,33327,33319,33321/33314,33322,33316,33318

শিয়ালদহ-ডানকুনিঃ 32213, 32221, 32225, 32229, 32233, 32249/32214, 32222, 32226, 32230, 32234, 32252

শিয়ালদহ-বারুইপাড়াঃ 32411,32413/32412,32414

শিয়ালদহ-ডায়মন্ড হারবারঃ 34812,34826/34811,34833

বারুইপুর-ডায়মন্ড হারবারঃ 34892/34891

সোনারপুর-ডায়মন্ড হারবারঃ 34882/3488

শিয়ালদহ-বিবিডি বাগঃ 30412/30411

সোনারপুর-ক্যানিংঃ 34356,34360/34353,34355

শিয়ালদহ-ক্যানিংঃ 34502,34512,34530,34532/34501,34511,34521,34539

চম্পাহাটি-মাজেরহাটঃ 30511

ঘুটিয়ারি শরীফ-সোনারপুর 34391

মাজেরহাট-ঘুটিয়ারি শরীফঃ 30552

সোনারপুর-চম্পাহাটিঃ 34392

শিয়ালদহ-বজ বাজঃ 34112,34128,34148/34111,34127,34147

শিয়ালদহ-বারুইপুরঃ 34602, 34616, 34618, 34622, 34628, 34646/34601, 34615, 34617, 34621, 34629।

শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর 34714,34742/34711,34749,34751।

লক্ষ্মীকান্তপুর-নামখানাঃ 34934/34933।

বারুইপুর-লক্ষ্মীকান্তপুর 34332,34334/34331।

বারুইপুর-সোনারপুর 34311।

শিয়ালদহ-সোনারপুর 34412,34414,34418,34420,34434/34413,34415,34419,34423,34431

 

এছাড়াও বাতিলের এই তালিকায় রয়েছে,

 

বি. বি. ডি বাগ-কৃষ্ণনগর সিটি জংশন। : 30145

বিবিডি বাগ-ব্যারাকপুর 30113,30116

বালিগঞ্জ-ব্যারাকপুর 30111

নৈহাটি-বালিগঞ্জঃ 30122

ব্যারাকপুর-মাজেরহাটঃ 30112

মাঝেরহাট-বারাসাতঃ 30311

হাসানাবাদ-মাজেরহাটঃ 30321,30324

হাসানাবাদ-বিবিডি বাগঃ 30322

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =