মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারকে বদল করল নবান্ন। শুক্রবার এব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়।
মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে। একইভাবে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে সালুয়া ইএফআরের থার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবর্তে রাণাঘাটের এসপি কুমার সুন্নি রাজকে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে পাঠানো হল। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি করা হল অমিত কুমার সাউকে। তিনি কলকাতা পুলিশের ডিসি (টিপি) পদে ছিলেন।
রানাঘাটের এসপি পদে পাঠানো হয়েছে আশিস মৌর্যকে। ব্যারাকপুরে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের বর্তমান আধিকারিক অংশুমান সাহাকে।
প্রসঙ্গত, সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের কিছু এলাকা। প্রাণহানির পাশাপাশি লুটপাট, ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। অভিযোগ, পুলিশ সক্রিয় না থাকার ফলেই পরিস্থিতি শুরুতে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আর যে দুটি এলাকায় পুলিশ সুপারদের বদলি করা হল, সম্প্রতি সেই দুটি এলাকাতেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে প্রশাসনের দাবি, এটি রুটিন বদলি, এর মধ্যে অন্য অর্থ খোঁজা ঠিক নয়।