বিজয়গড়ে ফ্ল্যাটের মধ্যে তরুণীর রহস্য মৃত্যু। মৃতার নাম শ্রেয়সী ঘোষ (৪১)। ‘খুন’ নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও অজানা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বাড়িতে একাই থাকতেন ওই তরুণী। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে ওই ফ্ল্যাটের দরজা-জানলা বন্ধ ছিল। প্রতিবেশীরাও সেই বিষয়ে মাথা ঘামাননি।তবে বৃহস্পতিবার থেকেই এলাকায় একটি পচা গন্ধ বেরতে থাকে। অরপর শুক্রবার সকালে ওই দুর্গন্ধ ক্রমেই বাড়তে থাকে। গন্ধের উৎস খুঁজতে গিয়ে ওই ফ্ল্যাট থেকেই গন্ধ বার হচ্ছে বোঝা যায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় ওই মহিলাকে। মৃতের শরীরে পচন ধরেছে। পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। খুন নাকি অন্য কিছু, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের অনুমান, ওই মহিলার মৃত্যু দিন দুয়েক আগেই হয়েছে।
তদন্তে নেমে ফ্ল্যাটে তল্লাশিও চালানো হয়। মৃতার মোবাইল ফোনও খতিয়ে দেখা হচ্ছে। মৃতার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই ফ্ল্যাট ও এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।