জমি দখল নিয়ে চাপানউতোরের মধ্যেই ৪৮৮ বিএলআরও বদল নবান্নের

সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বিএলআরও-দের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিল নবান্ন। একসঙ্গে ১৭৯ জন স্পেশাল রেভিনিউ অফিসারকে বদলি করা হল বুধবার। পাশাপাশি ২৯ জন ডেপুটি ডিরেক্টর, ২০৫ জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ মর্যাদার অফিসারকেও বদলি করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এরইমধ্যে বিএলআরও বদলের খবর আসতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। তবে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে নানা মহলে। প্রসঙ্গত, কখনও উত্তরবঙ্গ তো কখনও দক্ষিণবঙ্গ, বিগত কয়েকদিনে নানা প্রান্ত থেকে দফায় এসেছে জমি দখলের অভিযোগ। আর এই জমি দখলের ঘটনায় ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এই ক্ষোভ কত কয়েক দিনের বৈঠকে বার বার মুখ্যমন্ত্রীর গলায় ধরা পড়ে। খোদ কলকাতার নগরপালকেও খেতে হয়েছে মুখ্যমন্ত্রীর ধমক। বন্দি হয়েছেন শাসক শিবিরের নেতারাও। কড়া পদক্ষেপের পথে হেঁটেছে লালবাজারও। কোথায় কত জমি বেআইনিভাবে দখল হয়ে রয়েছে তার তালিক তৈরি করতে কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনের প্রতিটি থানাকে নির্দেশও দেওয়া হয়। এরপরই ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত মোট ৪৮৮ জন বিএলআরও, এসডিএলআরও, রেভিনিউ অফিসারকে বদলি করল নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =